বাংলাদেশের খবর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯

এবারের বিপিএল হবে বঙ্গবন্ধুর নামে

বিপিএলের লোগো ফাইল ছবি


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এ বছর বিপিএলে কোনো মালিকানা থাকছে না। ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে বিসিবি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে এবারের বিপিএলের নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’।

আজ বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘সম্প্রতি আমরা সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। কয়েকটি ফ্র্যাঞ্চাইজির চুক্তি শেষ। নতুন করে চুক্তি করতে হবে। আবার কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বলেছে, একই বছরে তাদের পক্ষে দুইটি বিপিএল করা খুবই কষ্টকর। তাছাড়া ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এমন কিছু দাবি এসেছে যা আমাদের নিয়মের সাথে সাংঘর্ষিক। এ কারণে সবমিলিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, এবারের বিপিএল আমরাই চালাব। আর এবারের বিপিএল আমরা বঙ্গবন্ধুর নামে করব।’ 

তিনি বলেন, এবারের আসরে বিপিএলের সব খরচ বহন করবে বিসিবি। তবে সবগুলো দলের খরচ বহন করবে বিসিবি। এই নিয়মে তাদের তত্ত্বাবধানে দল থাকবে, তারা চাইলে বিদেশ থেকে কোচ ও বিদেশি খেলোয়াড় আনতে পারবে। সাতটি দল নিয়ে টুর্নামেন্টটি বঙ্গবন্ধু বিপিএল নামে শুরু হবে নির্ধারিত সময়ে।

পাপন বলেন, পূর্ব নির্ধারিত সময় ৬ ডিসেম্বর থেকেই হবে বিপিএল। তার আগে ৩ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১