বাংলাদেশের খবর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯

শ্রীপুরে নদীর পার কেটে মাটি বিক্রির দায়ে জরিমানা


গাজীপুরের শ্রীপুরে পারুলিয়া নদীর পার কেটে বিক্রি করার অপরাধে এক মাটি ব্যবসায়িকে অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের পাবুরিয়ার চালা গ্রামে অভিযান চালিয়ে জামাল উদ্দীন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন এ আদালত পরিচালনা করেন।

স্থানীয়রা জানান, পারুলিয়া নদীর পার ও পার্শ্ববর্তী রাস্তার মাটি কেটে অবৈধভাবে বিক্রি করছিল সময় মিটালু গ্রামের ছফির উদ্দীনের ছেলে জামাল উদ্দীন । খবর পেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন অভিযান চালান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদালতের বিচারক শেখ শামছুল আরেফীন জানান, নদী রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। অবৈধ উপায়ে বালু ও মাটি বিক্রি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি আরো জানান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ (খ) ধারার অপরাধে ও ১৫ (১) ধারায় জামাল উদ্দীনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১