বাংলাদেশের খবর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯

আফগান প্রেসিডেন্টের নির্বাচনী র‍্যালিতে বোমা বিস্ফোরণ, নিহত ২৪

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি


আফগানিস্তানের রাজধানী কাবুলে নির্বাচনী সমাবেশে বোমা হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। তবে এ হামলায় ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। 

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ পারওয়ানের চারিকার এলাকায় নির্বাচনী জনসভায় প্রেসিডেন্ট গনি ভাষণের সময় এই ঘটনা ঘটে।

প্রাদেশিক হাসপাতালের প্রধান কর্মকর্তা আব্দুল কাশিম সানজিন বলেন, হতাহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। 

এদিকে আশরাফ ঘানির নির্বাচনী মুখপাত্র হামেদ আজিজ জানান, বিস্ফোরণের ঘটনায় আশরাফ গানির কোন ক্ষতি হয়নি। তিনি নিরাপদে আছেন। এদিকে এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আফগানিস্তানে প্রায়ই ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটছে। বেশিরভাগ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান জঙ্গি গোষ্ঠী। আগামী ২৮ সেপ্টেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।  নির্বাচনকে ঘিরে এসব হামলার জন্য সশস্ত্র গোষ্ঠী তালেবানকে দায়ী করে আসছে দেশটির কর্তৃপক্ষ। ফলে, আগামী নির্বাচনকে ঘিরে আরো বড় ধরণের হামলা হতে পারে বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংস্থা। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১