বাংলাদেশের খবর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯

মিয়ানমারের ২০০ সিমসহ তিন রোহিঙ্গা আটক 


টেকনাফ স্থলবন্দর দিয়ে পাচারের সময় প্রায় দুই শতাধিক মিয়ানমারের সিমসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ । আজ মঙ্গলবার বিকেল ৪ টার সময় বন্দরের প্রধান গেট দিয়ে বের হওয়ার সময় নিরাপত্তারক্ষী ও আনসার সদস্যরা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে টেকনাফ মডেল থানার এসআই সাব্বির হোসেন তাদের থানায় নিয়ে আসে।

আটককৃতরা হচ্ছেন- উখিয়া  জামতলি রোহিঙ্গা শিবিরের মো. শরিফের ছেলে রবি আলম, ট্রলার শ্রমিক টেকনাফ নোয়াপাড়া মুচনী রোহিঙ্গা শিবিরের মো. হোসেনের ছেলে  মো. সালাম ও ট্রলার মাঝি মিয়ানমারের মংডু এলাকার নুরুল আলমের  ছেলে নুরুল হাসান।   

টেকনাফ মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা  প্রদীপ কুমার দাস জানান, ২২২টি এমপিটি নামক মিয়ানমারের মোবাইল সিম অবৈধভাবে বাংলাদেশে ব্যবহারের জন্য নিয়ে আসে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১