বাংলাদেশের খবর

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯

নানিরূপে নাদিয়া


বিনোদিত করতে কত কিছুই না করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে জয় করে নিতে হয় দর্শকদের মন। অনেক তারকা আবার তাদের নিউ লুকে দর্শকদের চমকে দেন। এবার  নতুনরূপে আসছেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ।

এবার নানি চরিত্রে ছোটপর্দায় দেখা যাবে জনপ্রিয় এ অভিনেত্রীকে। আর প্রথমবার নানি হওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত নাদিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি নিজেই নানি হওয়ার খবরটি জানান।

‘নানাভাই’ শিরোনামের নাটকটি নির্মাণ করছেন আদিবাসী মিজান। এ নাটকটিতে নানাভাই চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির।

নাদিয়া বলেন, ‘চরিত্রের প্রয়োজনে শিল্পীদের নানা লুকে দেখা যায়। তারই ধারাবাহিকতায় নতুন লুকে এবার আসছি। প্রথমবার আমি এমন চরিত্রে অভিনয় করছি। নাটকে মনিরা মিঠুসহ বেশ কয়েকজনকে আমার মেয়ের চরিত্রে দেখা যাবে। অনেক মজার একটি গল্পের ধারাবাহিক।’

এদিকে এ নাটকটি ছাড়া নাদিয়ার হাতে আরো আছে ইমরান হাওলাদারের ‘লাগ ভেলকি লাগ’, মিজানুর রহমান আরিয়ানের ‘গল্পগুলো আমাদের’, ডিকে আকাশের ‘ক্যাট হাউজ’, জাবির রাসেলের ‘বিড়ম্বনা’, তুষার খানের ‘বহে সমান্তরাল’, ফজলুর রহমানের ‘উল্টো পথে উল্টো রথে’, অঞ্জন আইচের ‘অর্ধেক সত্য’ ও জুয়েল শরীফের ‘বড় বাড়ি’ শিরোনামের কয়েকটি ধারাবাহিক। প্রতিটি ধারাবাহিকে ভিন্ন ভিন্ন চিরত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।

ধারাবাহিকে অভিনয় নিয়ে নাদিয়া বলেন, ‘বছরে ধারাবাহিক নাটক নিয়েই ব্যস্ত থাকতে হয়। ধারাবাহিকে কাজ করতেই আমার ভালো লাগে। তাছাড়া ধারাবাহিক নাটকগুলোতে নিজের চরিত্রটি দীর্ঘদিন থাকে, যা দর্শক মনে রাখে। কাজ করার ক্ষেত্রটা ধারাবাহিকে অনেকটাই প্রশস্ত।’

নাচেও জনপ্রিয় নাদিয়া। বলেন, ‘আমি প্রথমত একজন নাচের মানুষ। নাচটাই প্রাতিষ্ঠানিকভাবে শিখেছি। তাই নাচ নিয়ে কোনো অর্জন আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়।’ তবে নাচ এখনো অবহেলিত বলে মনে করেন এই তারকা। নাদিয়া বলেন, ‘টেলিভিশন চ্যানেলগুলো নাটক প্রচারে আগ্রহ প্রকাশ করলেও নাচের অনুষ্ঠান প্রচারে আগ্রহ দেখায় না। অথচ আদিকাল থেকেই নাচের সঙ্গে সবাই পরিচিত। গানের মতো নাচও মানুষকে বিনোদিত করে আসছে। মঞ্চে যেমন নাচের গুরুত্ব তেমনি পর্দাতেও নাচের গুরুত্ব। বাণিজ্যিক ধারার কোনো চলচ্চিত্রই নাচ ছাড়া তৈরি হয় না। বিশ্বের অন্যান্য দেশে নাচকে খুবই গুরুত্ব দেওয়া হয়। আমাদের এখানেও নাচ নিয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া উচিত।’

কয়েক মাস আগে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে অভিনেত্রী নাদিয়া আহমেদ কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১