বাংলাদেশের খবর

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরও ভারতের দখলে আসবে: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর সংগৃহীত ছবি


কাশ্মীরের যে অংশটি পাকিস্তানের নিয়ন্ত্রণে আছে তা ভারতের অংশ বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর।

কাশ্মীরের ওই অংশের নিয়ন্ত্রণ একদিন নয়াদিল্লি নিতে পারবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। খবর রয়টার্সের।

কাশ্মীরের সবচেয়ে জনবহুল এলাকা কাশ্মীর উপত্যকা ভারতের শাসনাধীন, অপরদিকে কাশ্মীরের পশ্চিমাংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে।

মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, “পোকের বিষয়ে আমাদের অবস্থান সব সময় অত্যন্ত পরিষ্কার আছে এবং থাকবে। পোক ভারতের অংশ এবং আমরা আশা করছি একদিন এর ওপর আমরা আইনগত অধিকার, বাস্তব আইনগত অধিকার লাভ করবো।”

গত মাসে নয়া দিল্লি তাদের অধীনে থাকা মুসলিম প্রধান কাশ্মীরকে পুরোপুরি ভারতের ভূখণ্ডভুক্ত করার জন্য অঞ্চলটির বিশেষ মর্যাদা বাতিল করে, তাদের এ পদক্ষেপে কাশ্মীর ও পাকিস্তানজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জয়শঙ্করের এমন মন্তব্যের নিন্দা করেছে।

তারা বলেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এ ধরনের বক্তব্যে ‘উত্তেজনা আরও বেড়ে যেতে পারে’ এবং এতে ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ‘গুরুতরভাবে বিপন্ন’ হতে পারে।

এতে আরও বলা হয়, “পাকিস্তান শান্তির পক্ষে, কিন্তু যে কোনো আগ্রাসনের যথাযথ জবাব দেওয়ার জন্য প্রস্তুত।”

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১