বাংলাদেশের খবর

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯

উন্মোচিত হলো আইয়ুব বাচ্চুর 'রূপালী গিটার'


দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চুর স্মরণে চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড়ে স্থাপিত রূপালী গিটার উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামের সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বুধবার রাতে গিটারটির উদ্বোধন করেন।

এ সময় আইয়ুব বাচ্চুর হাজারো ভক্তের উপস্থিত ছিলেন।

পরে মেয়র বলেন, ‘চট্টগ্রামের সন্তান আইয়ুব বাচ্চুর স্মৃতি রক্ষার্থে স্থাপন করা হলো এই রূপালী গিটার। সবাইকে দেশ এবং সমাজের জন্য কাজ করে যেতে হবে। তাহলে বাচ্চুর মতো মৃত্যুর পরও মানুষ সেখান থেকে প্রেরণা পাবে।’

কর্তৃপক্ষ জানায়, বিশাল আকারের এই রূপালী গিটার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় তিন কোটি টাকা, যার পুরো অর্থ যোগান হয়েছে কেডিএসের আউট সোর্সিংয়ের মাধ্যমে। এ প্রকল্পের আওতায় রয়েছে সড়কের সৌন্দর্যবর্ধন, পায়ে হাঁটার পথ নির্মাণ, দেয়ালে ম্যুরাল ও সবুজায়নও রয়েছে।

এ সময় আইয়ুব বাচ্চুর সহোদর ইরফান ছট্টু, চসিকের প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম, চসিক প্রধান কর্মকর্তা মো. সামসুদ্দোহা এবং প্রকল্প বাস্তবায়ন সংস্থা স্ক্রিপট এবং অডিওস ইঙ্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১