বাংলাদেশের খবর

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯

বাগেরহাটে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতন মামলায় যুবক গ্রেপ্তার


বাগেরহাটের মোরেলগঞ্জে ৪ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে রিয়াজুল হাওলাদার(২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রাম থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।  

এর আগে, বিকেলে মঙ্গলবার বিকেলে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দিয়ে শিশুটিকে বাড়ির পাশে একটি মৎস্য ঘেরে নিয়ে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করে রিয়াজুল।পরে শিশুটিকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ মামলার একমাত্র আসামি গাবতলা গ্রামের মান্নান হাওলাদারের ছেলে ভ্যান শ্রমিক বখাটে রিয়াজুল হাওলাদারকে(২৫) রাতেই গ্রেপ্তার করেছে।

বুধবার সকালে আসামি রিয়াজুলকে  ও নির্যাতিতা শিশুটিকে আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

মামলার বরাত দিয়ে থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, মঙ্গলবার বিকেলে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দিয়ে শিশুটিকে বাড়ির পাশে একটি মৎস্য ঘেরে নিয়ে যৌন নির্যাতন করে বখাটে যুবক রিয়াজুল। শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১