বাংলাদেশের খবর

আপডেট : ০১ অক্টোবর ২০১৯

আজ থেকে হিলি স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ


হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পানামা হিলি পোর্ট অভ্যন্তরের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাহিলি কাষ্টম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ভারতীয় কাষ্টম সিএন্ডএফ এজেন্ট ও ইমপোর্টার অ্যাসোসিয়েশন তাদের চিঠি দিয়ে জানিয়েছেন যে, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে তারা আজ ২ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এ বন্দর দিয়ে কোন পণ্য আমদনি-রপ্তানি করবেন না। তাই টানা ১০ দিন এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১৩ অক্টোবর থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি চালু হবে। তবে পানামা হিলি পোর্ট অভ্যন্তরের যাবতীয় কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানান, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১