বাংলাদেশের খবর

আপডেট : ০২ অক্টোবর ২০১৯

থানা থেকে বেরিয়ে শরীরে আগুন দেওয়া সেই কলেজছাত্রী মারা গেলেন


রাজশাহীর শাহ মখদুম থানা থেকে বেরিয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া সেই কলেজছাত্রী লিজা রহমান (১৭) মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, লিজার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত শনিবার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন লিজা রহমান। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লিজা ও শাখাওয়াত নিজেদের পছন্দে বিয়ে করেছিলেন। ঘটনার দিন সকালে তাদের মধ্যে ঝগড়া হলে শাখাওয়াত লিজাকে ছেড়ে যাওয়ার হুমকি দেন। এতে লিজা আত্মহত্যার কথা বলেন। পরে লিজার শ্বশুর ও শ্বাশুড়ি এসে সাখাওয়াতকে নিয়ে যান। এ ঘটনায় নগরীর শাহমখদুম থানায় জিডি করতে যান সাখাওয়াত। এসময় লিজাও থানায় যান। পরে সেখান থেকে বের হয়ে তিনি শরীরে আগুন দেন।

রাজশাহী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন লিজা রহমান । তার বাড়ি গাইবান্দার গোবিন্দগঞ্জে এবং তার স্বামী সাখাওয়াত হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১