বাংলাদেশের খবর

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা পরিবারের বসতবাড়ি দখল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা পরিবারের বসতভিটা দখলের একাংশ ছবি : বাংলাদেশের খবর


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আ‍ঁধারে মুক্তিযোদ্ধা পরিবারের বসতবাড়ি জবর দখল করেছে একটি প্রভাবশালী মহল। অভিযোগ করেও প্রতিকার না পেয়ে বসতভিটা উদ্ধার ও বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে ওই অসহায় পরিবার।

জানা গেছে, গত ২ অক্টোবর গভীর রাতে জেলার ভূরুঙ্গামারী শহরস্থ দেওয়ানের খামার গ্রামের মোঃ মুসলিম উদ্দিনের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ক্রয়কৃত সম্পত্তি জবর দখল করে একই এলাকার জাহাঙ্গীর আলী গং। এছাড়া ওই বাড়িতে থাকা দুই ভাড়াটিয়া পরিবারের আসবাবপত্র ভাংচুর ও বিনষ্ট করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। দিশা না পেয়ে বাড়ির মালিক ও দুই ভাড়াটিয়া নিরাপত্তা চেয়ে ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করলেও তা আমলে নেয়নি থানা কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, ওই মুক্তিযোদ্ধা পরিবারের বসতভিটার ৮ শতক জমি দীর্ঘদিন যাবত দাবি করে দখলের পাঁয়তারা চালাচ্ছিল একই এলাকার প্রভাবশালী জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন ও শফিয়ার রহমান গং। এতে ওই মুক্তিযোদ্ধা পরিবার বাদী হয়ে আদালতে মামলা করে। যার পিটিশন নং-৫৭/১৯, তাং-২৪/০৮/১৯। মামলার প্রেক্ষিতে আদালত থেকে উক্ত বিবদমান জমিতে কোনো প্রকার দখল বা নির্মাণ কাজ না করার জন্য নোটিশ দিলে তারা ক্ষিপ্ত হয়ে গভীর রাতে সংঘবদ্ধভাবে ওই জমি জবরদখল করে।

এ ব্যাপারে বসতভিটার মালিক মুসলিম উদ্দিন জানান, ৩ মাস থেকে আমার ক্রয় করা জমিটি দখলের চেষ্টা করে আসছে এলাকার জাহাঙ্গীর, জামাল ও শফিয়ার। আমি ও আমার ভাড়াটিয়া দুই পরিবারের নিরাপত্তা চেয়ে ভূরুঙ্গামারী থানায় বিষয়টি লিখিত অভিযোগ দিলে ওসি সাহেব উল্টো আমাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং বলে আমি কোনো প্রকার আইনি সহযোগিতা দিতে পারব না।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির অভিযোগ গ্রহণ না করার বিষয়টি অস্বীকার করেন।

কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মেনহাজুল আলম বলেন, কেউ অভিযোগ করবে আর ওসি তা গ্রহণ করবে না এটা হতে পারে। অভিযোগ আমলে না নেয়ার বিষয়টি দেখবেন বলে তিনি আশ্বস্ত করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১