বাংলাদেশের খবর

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯

মাধবপুরে বালু উত্তোলনের দায়ে ২ জনের ৪ মাসের কারাদণ্ড


হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে সোনাই নদীর ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একটি ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হল উপজেলার মুরাদপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে আজিজুর রহমান এবং একই গ্রামের রবিউল আওয়ালের ছেলে জাহাঙ্গীর আলম। দণ্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন।

মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার বলেন, ড্রেজার মেশিন দিয়ে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুরে সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থলে হাজির হয়ে তাদের এ দণ্ড প্রদান করি। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০অনুসারে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেওয়া এবং একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১