বাংলাদেশের খবর

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী


চলতি বছরের চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন দুই বিজ্ঞানী উইলিয়াম জি. কেলিন জুনিয়র ও গ্রেগ এল. সেমেঞ্জা এবং ব্রিটিশ বিজ্ঞানী স্যার পিটার জে. র‌্যাটক্লিফ।

‘কোষ কীভাবে অক্সিজেনের উপস্থিতি উপলব্ধি করে ও খাপ খাওয়ায়’- এটা আবিষ্কারের জন্য তারা এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন।

উইলিয়াম জি. কেলিন জুনিয়র হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক। এর আগে তিনি বেশ কিছু সম্মানজনক পুরস্কার পেয়েছেন।

গ্রেগ এল. সেমেঞ্জা যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের প্রফেসর পেডিয়াট্রিকস, রেডিয়েশন অনকোলজি, বায়োলজিকাল কেমিস্ট্রি, মেডিসিন ও অনকোলজি। এছাড়া তিনি ইন্সটিটিউট ফর সেল ইঞ্জিনিয়ারিং এর ভাস্কুলার প্রোগ্রামের পরিচালক হিসেবে কর্মরত আছেন।

ব্রিটিশ ডাক্তার ও সেল অ্যান্ড মলিউকুলার বায়োলজিস্ট স্যার পিটার জন র‌্যাটক্লিফ হাইপোক্সিয়ায় সেলুলার রিঅ্যাকশন নিয়ে কাজ করার কারণে বেশি পরিচিত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১