বাংলাদেশের খবর

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯

‘মাপকাঠি’তে ভাবনা


নাট্যাঙ্গনে দর্শকের কাছে ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে সমাদৃত আশনা হাবিব ভাবনা। সব সময়ই ভাবনা চেষ্টা করেন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে। নাটক, টেলিফিল্মের গল্প এবং নিজের চরিত্র পছন্দ না হলে ভাবনাকে সাধারণত অভিনয়ে দেখা যায় না। মাতিয়া বানু শুকুর চিত্রনাট্যের প্রতি ভাবনার একটু অন্যরকম ভালোলাগা রয়েছে। শুকুর চিত্রনাট্যে ও মো. রবিউল শিকদারের ‘মাপকাঠি’ নাটকে তিশীতা নামক একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। এতে ভাবনার বিপরীতে অভিনয় করেছেন নবাগত সামস উদ্দিন চৌধুরী।

নাটকটি নির্মাণ প্রসঙ্গে পরিচালক মো. রবিউল শিকদার বলেন, ‘এখন নাটক নির্মাণে নির্মাণের কোনোরকম ব্যাকরণই ব্যবহার করা হচ্ছে না। যে যার মতো যেভাবে খুশি নাটক রচনা করছেন, নির্মাণ করছেন। তাতে আমাদের এই শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এখনই প্রতিরোধ করে যথাযথভাবে নাটক নির্মাণে পরিচালকদের উদ্যোগী হতে হবে। আমি এই নাটকটি নির্মাণের ক্ষেত্রে চেষ্টা করেছি নির্মাণের ব্যাকরণ মেনে, জেনে, বুঝে কাজ করতে। ভাবনা আপাও আমাকে দারুণ সহযোগিতা করেছেন।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘মূলত মাপকাঠি নাটকে অভিনয়ের জন্য শুকু আপাই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কারণ তার চিত্রনাট্যের প্রতি আমার একটা অন্যরকম ভালোলাগা কাজ করে সব সময়। রবি যেহেতু আপার সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছে এবং তাকে আমি ভীষণ স্নেহ করি, তাই তার পরিচালনায় কাজটি করেছি। সে আমাদের ভাই, চেষ্টা করেছে যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করতে। তবে এটা সত্যি কিছু কিছু নির্মাতার নির্দেশনার ক্ষেত্রে শিল্পীদেরও এগিয়ে আসা উচিত। তাতে হয়তো একদিন নতুনরাই নির্মাণে মেধার স্বাক্ষর রাখতে পারবে।’

এর আগে মো. রবিউল শিকদার ‘সিএনজি ড্রাইভার’, ‘পাইন্যা ভূতের প্রেম’সহ আরো বেশকিছু নাটক টেলিফিল্ম নির্মাণ করেন। শিগগিরই তিনি ‘বীরাঙ্গনার যুদ্ধ’ নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। ‘মাপকাঠি’ নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। ভাবনা নজরুল ইসলাম রাজুর ‘ঘুমন্ত শহরে’, এসএ হক অলিকের ‘জায়গীর মাস্টার’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। নাটকটি দুটি প্রচার হচ্ছে যথাক্রমে মাছরাঙা টিভি ও বাংলাভিশনে। এছাড়াও নতুন ধারাবাহিক ‘গোল্লাছুট’-এ অভিনয় করছেন তিনি। ভাবনার লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। একটি ‘তারা’ ও অন্যটি ‘গুলনেহার’। ভাবনা অভিনীত সিনেমা অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’-এ তার অভিনয় বেশ প্রশংসিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১