বাংলাদেশের খবর

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯

তাড়াশে ইলিশ মাছ জব্দ ও জরিমানা


সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে ইলিশ আহরণের অপরাধে মাছ জব্দ ও জরিমানা করা হয়েছে।

সরকারী ঘোষণ‍া ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ আহরণ, মজুদকরণ, পরিবহন, বাজার জাতকরণ ও ক্রয় বিক্রয় করা দন্ডনীয় অপরাধ হওয়া সত্বেও তা অমান্য করে তাড়াশ পৌরসভা বাজারে খোলামেলা ভাবে ইলিশ মাছ বিক্রি করায় উপজেলা মৎস্য অফিস মাছ গুলো জব্দ করেন।

পরে ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ওবায়দুল্লাহ ভ্রাম্যমান দিয়ে খালকুলা গ্রামের মৃত মহরম আলীর ছেলে সবুজ হাসান ও একই গ্রামের আব্দুল মালেকের ছেলে নুরুল প্রামানিক কে ৫ হাজার টাকা করে মোট ১০হাজার জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শাহাদত হোসেন, মৎস্য অফিসার (অতি:) হাসান মাহমুদুল হক (মাসুম) সহ অনেকে। জব্দকৃত মাছ গুলো তাড়াশ উপজেলার বিভিন্ন লিল্লাহ বোডিংএ বিতরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১