বাংলাদেশের খবর

আপডেট : ১১ অক্টোবর ২০১৯

শ্রীপুরে ট্রাকচাপায় চার পোশাক শ্রমিক নিহত


গাজীপুরের শ্রীপুরে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে এক দ্রুতগামী ট্রাক পথচারী শ্রমিকের ওপর তুলে দিলে তিন পথচারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ সময় অন্তত আরো পাঁচজন গুরুতর আহত হয়েছে।  বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। খবর পাওয়ার ঘন্টাখানেক পরে ঘটনাস্থলে পুলিশ আসে। এসময় স্থানয়িরা ক্ষিপ্ত হয়ে যানবাহনে হামলা চালায়। কিছুক্ষনের জন্য মহাসড়কের পূর্বশাশের লেন বন্ধ হয়ে পড়ে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আনোয়ারুল বাদশা (২৬)। সাইফুল ইসলাম (২৫) জাহাঙ্গীর আলম (৩০) নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই পোশাক শ্রমিক বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৫৩৭৮) গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারায়। ওই সময় মহাসড়কের পূর্ব পাশে বাসের জন্য অপেক্ষায় থাকা নারীসহ ৮ যাত্রীকে চাপা দেয় বেপরোয়া ট্রাকটি। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান। দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

মাওনা হাইওয়ে থানার ওসি এম মঞ্জুর হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে পুলিশ। মরদেহ রাতেই উদ্ধার করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১