বাংলাদেশের খবর

আপডেট : ১২ অক্টোবর ২০১৯

‘একটি সুখবর’-এ অপূর্ব-তানজিন তিশা


বাংলাদেশের নাট্যাঙ্গনে এখন একক নাটকের জোয়ার ফিরে এসেছে। যে কারণে কয়েকটি টিভি চ্যানেল প্রতি মাসে বিশেষ একক নাটক প্রচারের উদ্যোগ নিয়েছে। তার মধ্যে অন্যতম একটি চ্যানেল হচ্ছে বাংলাভিশন। বাংলাভিশনে আগামীকাল রোববার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে সাগর জাহান নির্মিত বিশেষ নাটক ‘একটি সুখবর’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন অপূর্ব ও তানজিন তিশা।

নাটকটি রচনা করেছেন অপূর্ণ রুবেল। চলতি মাসের শুরুতেই গাজীপুরের টঙ্গীতে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানান সাগর জাহান।

‘একটি সুখবর’ নাটকটি নির্মাণ প্রসঙ্গে সাগর জাহান বলেন, প্রতি মাসে যেসব চ্যানেল বিশেষ একক নাটক প্রচারের উদ্যোগ নিয়েছে তাদের সাধুবাদ জানাই। এটা সত্যি যে বাংলাদেশের নাট্যাঙ্গনে আবার একক নাটকের জোয়ার শুরু হয়েছে। চ্যানেলগুলো প্রতি মাসে একক নাটক প্রচারের যে উদ্যোগ নিয়েছে, তাতে করে নাটক নির্মাণের সুযোগও বাড়ল; সেই সঙ্গে নতুন নাট্যকারদের গল্প নিয়ে আমরা নাটক নির্মাণেরও সুযোগ পেলাম। বিশেষত আমি ওয়াদা করছি, নতুন নাট্যকারদের গল্প নিয়ে নাটক নির্মাণ করব। তাতে আরো অনেক নাট্যকারের কাজের ক্ষেত্র তৈরি হবে। ‘একটি সুখবর’ তেমন নতুন নাট্যকারেরই নাটক। অপূর্ণ রুবেলের গল্পে নির্মিত হয়েছে ‘একটি সুখবর’।

অপূর্ব বলেন, সব সময়ই আমরা একটু ভিন্ন ধরনের গল্পের নাটক দেখার আগ্রহ প্রকাশ করি। ‘একটি সুখবর’ তেমনই একটি নাটক। আশা করছি দর্শকের ভালো লাগবে।

তানজিন তিশা বলেন, ‘একটি সুখবর’ ভালো গল্পের একটি নাটক। সাগর ভাইয়ের নির্দেশনায় একটি ভিন্ন ধরনের কাজ করলাম। আশা করি দর্শকের কাছে নাটকটি বেশ উপভোগ্য হয়ে উঠবে।

এর আগে সাগর জাহানের নির্দেশনায় অপূর্ব নাটকে অভিনয় করলেও তানজিন তিশা এবারই প্রথম তার নির্দেশনায় কাজ করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১