বাংলাদেশের খবর

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯

সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশনা চেয়ে রিট


দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যার ঘটনায় তার পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ চাওয়া হয়েছে রিটে।

আজ রোববার সকালে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। 

দুপুর ২টার পর বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে রিটকারি আইনজীবী ইউনূস আলী আকন্দ বলেন, ছাত্ররা রাজনীতির নামে সন্ত্রাসী কার্যক্রম করছে। শিক্ষকরাও পাঠদানের চেয়ে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত। যা সংবিধানের ২৭ এবং ২৮ অনুচ্ছেদ এর পরিপন্থী। এ কারণে রিটটি দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১