বাংলাদেশের খবর

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯

মুন্সীগঞ্জে ৩০০ কেজি ইলিশ জব্দ


মুন্সিগঞ্জের লৌহজং পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকার ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে ৬২ জেলে ও ক্রেতাকে আটক করা হয়েছে।এ সময় ৩০০ কেজি ইলিশ ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

রোববার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে পুলিশ ও কোস্টগার্ড এ অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে  ইলিশ, ট্রলার ও ইলিশ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের লৌহজং থানা হাজতে রাখা হয়েছে।

নিরাপদ প্রজননের জন্য ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা বাজারজাত ও বিক্রি বন্ধ থাকে। তবে পদ্মা ও মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে দ্রুত গতির ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মাছ ধরতে নেমে পরে অসখ্য জেলে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১