বাংলাদেশের খবর

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯

লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

‘শিমুলিয়া ঘাটে উচ্ছেদ ছিল অমানবিক’

মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে নানা পরামর্শ


‘সম্প্রতি বিআইডব্লিউটিএ কর্তৃক শিমুলিয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ মানবিক ছিল না। সভায় বিশেষ করে দরিদ্র দোকানিদের টং ও দোকানপাট ভেঙে দেওয়া ছিল দুঃখজনক। হোটেল-রেস্টুরেন্টগুলোকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি।’

আজ সোমবার দুপুুরে লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনী তালুকদার এসব কথা তুলে ধরেন। সাংবাদিকেরা বিগত দুই বছরের মতো এ বছরও যেন লৌহজংয়ে পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ব্যর্থ না হয়, সেদিকে বিশেষ নজর দিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন। এছাড়া সভায় চলমান মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে বক্তারা নানা প্রস্তাব ও পরামর্শ দেন।

উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রফিকুল ইসলাম ঢালী, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গাওদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, বেজগাঁও ইউপি চেয়ারম্যান আমির হোসেন তালুকদার, লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস হিলাল, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১