বাংলাদেশের খবর

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯

ভারতে পালানোর সময় আবরার হত্যার আসামি সাদাত গ্রেপ্তার


বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার আসামি নাজমুস সাদাতকে দিনাজপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত এলাকা রফিকুল ইসলামের বাড়ি থেকে নাজমুস সাদাতকে গ্রেপ্তার করা হয়। সাদাত বুয়েটের এমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের নির্দেশে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ঢাকার একটি দল বিরামপুরের কাটলা সীমান্ত থেকে আটক করা হয়।

আটক নাজমুস সাদাত জয়পুরহাট জেলার কালাই থানার উত্তরপাড়া এলাকার হাফিজুল ইসলামের ছেলে ও বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের ১৭ বর্ষের ছাত্র।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বিরামপুরের কাটলা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাটলা এলাকার রফিকুল ইসলামের বাড়িতে অবস্থান করছিল আসামি নাজমুস সাদাত। ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) খবর পেয়ে বিরামপুর থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালায়। ভোররাতে সীমান্তবর্তী একটি বেসরকারী উন্নয়ন সংস্থা (গ্রাম উন্নয়ন সংস্থা)’য় কর্মরত রফিকুল ইসলামের বাড়ি থেকে নাজমুস সাদাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সকালেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় ডিবি পুলিশের সদস্যরা।

পুলিশ জানিয়েছে, রফিকুল ইসলামের বাড়িটি একই সঙ্গে বাড়ি ও এনজিওর কাজে ব্যবহৃত হয়। সেখান থেকেই আসামিকে আটক করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১