বাংলাদেশের খবর

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯

কুলাউড়ায় ইসমত হত্যার দায় স্বীকার আসামিদের

পুনপুঞ্জিতে ইসমত হত্যার অভিযোগে আটকৃতরা ছবি : বাংলাদেশের খবর


কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের লম্বাছড়া খাসিয়া পুঞ্জির পাহারাদার ইসমত আহমদকে নির্মমভাবে হত্যার কথা স্বীকার করেছে ৫ আসামী। ইসমতকে লাঠিপেটা ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাতের পর তার মৃত্যু হয়। এরপর তার লাশ পুঁটিছড়া ও লম্বাছড়া পুঞ্জির মধ্যখানে পাহাড়ি ছড়ার পাশে মাটিতে পুঁতে রাখা হয়।

আজ বুধবার (১৬ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে আটক আসামীরা এসব কথা জানায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জিবান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত ইসমতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। রোকেয়া বেগম বাদে গ্রেপ্তার হওয়া ৫ আসামী হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় মামলার প্রধান আসামী ফেরদৌসসহ জড়িত বাকি ১২ জনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ৪ দিন নিখোঁজ থাকার পর ১৫ অক্টোবর মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঘড়গাঁও গ্রামের বাসিন্দা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৃত ইছহাক আলীর ছেলে ইসমত আহমদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে কর্মধার পাহাড়ি ছড়ার পাশ থেকে। ওইদিন রাতে ইসমত হত্যার সঙ্গে জড়িত গারো ও খাসিয়া সম্প্রদায়ের ৫ জনকে গ্রেফতার করে কুলাউড়া থানা পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১