বাংলাদেশের খবর

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯

শ্রীপুরে পুলিশের ওপর হামলা : গ্রেপ্তার ৩

শ্রীপুরে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার হওয়া একজন প্রতিনিধির পাঠানো ছবি


গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে হামলায় শিকার পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ সময় এক ইউপি সদস্যসহ ৩ জনকে আটক করা হয়।

বুধবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া মেডিকেল মোড় এলাকায় এমন ঘটনা ঘটে।  "ভুয়া পুলিশ" ভেবে পুলিশের ওপর হামলার এমন ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে ইউপি সদস্য মতিউর রহমান (৫২), আহাম্মদ আলীর ছেলে আল আমিন (৩০) ও একই গ্রামের মৃত শমসের আলীর ছেলে হুমায়ুন কবির (৩০)।

স্থানীয়রা জানান, গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামীর খোঁজে চকপাড়া পুলিশ ফাঁড়ির দুই সদস্য সাদা পোশাকে ওই এলাকায় যায়। কাজের ফাঁকে একটি দোকানে পারফিউম কিনতে গেলে তাদের সাথে দোকানী,ইউপি সদস্য ও তার সমর্থকদের কথা কটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চকপাড়া পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মেনহাজ উদ্দিন জানান, গতরাত সাড়ে ৭টার দিকে কনস্টেবল সবুজ ও নাইমুর সাদা পোশাকে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামীদের খোঁজে ওই এলাকায় গেলে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশের অন্যান্য সদস্যরা তাদের দু’জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে এ ঘটনায় মামলা হয়েছে। তিনজন গ্রেপ্তার রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১