বাংলাদেশের খবর

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯

চাঁদপুরে ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে আটক ৪

চাঁদপুরে র‌্যাব অভিযান চালিয়ে ৯৯৭ ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করে র‌্যাব প্রতিনিধির পাঠানো ছবি


শরীয়াতপুর থেকে ফেরিপার হয়ে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন হরিনা ফেরিঘাটে উঠে যাওয়ার পথে একটি প্রাইভেটকার ও ১টি হাইসগাড়ী থেকে ৪জন নারী পুরুষ আটক এবং ৩ বস্তায় থাকা ৯৯৭ পিস ফেন্সিডিল জব্দ করেছে র‌্যাব-১১ কুমিল্লা।

বুধবার (১৬ অক্টোবর) রাতে হরিণা ফেরিঘাটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের এএসপি প্রণব কুমারের নেতৃত্বে অন্যান্য সদস্যরা তল্লাশি চালায়। ফেরি থেকে একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো খ-১১-৬৩৮৮ ও একটি সাদা রংয়ের হাইস ঢাকা মেট্রো চ ১১-৪১৩০ গাড়ী উপরে উঠার সময় তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ ৪জন আটক হয়। এদের মধ্যে একজন গাড়ি চালক গাড়ী রেখে পালিয়ে যায়।

র‌্যাব-১১ কুমিল্লার এসপি পুনপ কুমার জানায়, ভারত থেকে ফরিদপুর সীমান্ত দিয়ে ফেনসিডিল ঢুকে মাদক কারবারিরা চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের ধাওয়া করে তাদের আটক করা হয়। তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাদের নাম ঠিকানা জানা যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১