বাংলাদেশের খবর

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯

দেশে বন্ধ হলো ‘পাবজি’


দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লুহোল’র তৈরি করা গেম প্লেয়ার আননোনস ব্যাটেলগ্রাউন্ড (পাবজি) বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। এই অনলাইন ভিডিও গেমটির মাধ্যমে তরুণরা সহিংসতায় উদ্ধুদ্ধ হতে পারে এ আশঙ্কা থেকে গেমটি বন্ধ করা হয়েছে।

শুক্রবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা কামাল বলেন, ‘গেমটি ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। ’

পাবজি খেলে এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মাসের শুরুর থেকে খেলতে সমস্যা হচ্ছে। অনলাইন ভিডিও গেমটি কয়েকজন মিলে খেলতে হয়। একটি বিমানে করে প্যারাশুটের মাধ্যমে প্লেজোনে নামতে হয়। যা অনেকটা দ্বীপের মতো। এক বা চারজনের গ্রুপ করে গেমটি খেলতে হয়। প্রতিপক্ষ নিজে বা গ্রুপ বাদ বাকি সবাই।  অন্যদের মের নিজে টিকে থাকতে হয়। শেষ পর্যন্ত যা বা যে গ্রুপটি টিকে থাকে তারাই বিজয়ী হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নাজমুল ইসলাম বলেন, ‘নাগরিকদের অভিমতের ভিত্তিতেই পাবজির নেতিবাচক সাইকো সোশ্যাল প্রযুক্তিগত প্রভাবের কারণে এই গেম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। ’

এতে সরকারের ভিন্ন উদ্দেশ্য নেই বলেও তিনি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১