বাংলাদেশের খবর

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯

মেহেরপুরে রোগীদের মাঝে প্রতিমন্ত্রীর অনুদানের চেক বিতরণ


দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত জটিল রোগীদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ৬২ জন রোগীর প্রতিজনকে ৫০ হাজার টাকা এবং জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ১৬ জনকে ৬০ হাজার টাকার চেক মোট ৩১ লক্ষ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই সব জটিল রোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

এ সময় জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সদর নির্বাহী কর্মকর্তা মাসুদুল হাসান, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক আবু তালেব, সহকারী উপপরিচালক ফজলে রাব্বী, শহর সমাজ সেবা কর্মকর্তা আলাউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু,সাধারণ সম্পাদক আলামিন হোসেন সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১