বাংলাদেশের খবর

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯

ভ্রাম্যমান আদালতের অভিযান

কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কালিয়াকৈরে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় প্রতিনিধির পাঠানো ছবি


গাজীপুরের কালিয়াকৈরে দুপুরে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিসসহ প্রায় শত শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সড়ক ও জনপথ বিভাগের যুগ্ন সচিব ও স্ট্রট ও আইন কর্মকর্তা মাহবুব রহমান ফরকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইশতিয়াক আহম্মেদসহ সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিস ভাংচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবী, বিএনপির অফিস সরকারী জমিতে পড়েনি। এছাড়া বিনা নোটিশে বিএনপির অফিস ভাংচুর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা।

সড়ক ও জনপথ বিভাগের যুগ্ন সচিব ও স্ট্রট ও আইন কর্মকর্তা মাহবুব রহমান ফরকী বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্যার সারা দেশে সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ করেছেন। সেই ধারাবাহিকতায় কালিয়াকৈরে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সরকারের উন্নয়ন ও কল্যানের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১