বাংলাদেশের খবর

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯

টেকনাফে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্ভোধন করেন জার্মান রাষ্ট্রদূত

পরে  জার্মান রাষ্ট্রদূত পিটার ফারানহোল্জ ২৬ নং রোহিঙ্গা শিবিরে ওয়াটার প্ল্যান উদ্ভোদন করেন। প্রতিনিধির পাঠানো ছবি


টেকনাফে রোহিঙ্গাদের জন্য দৈনিক দেড় লাখ লিটার পানি সরবরাহ করা যায় এমন একটি প্রকল্প নির্মাণ কাজ উদ্ভোধন করা হয়েছে।   

আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল  ১১ টায় নেটং হোটেল সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও ব্যাুরোর মহা পরিচালক (ডিজি)  এ কে এম আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত পিটার ফারানহোল্জ, শরনার্থী  ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহাবুব তালুকদার,  ক্যাম্প ২৬ এর ইনচার্জ খালেদ হোসেন।  স্বাগত বক্তব্য রাখেন নবলোক সংস্থার নির্বাহী পরিচালক রাজিব ইকবাল।

পরে  জার্মান রাষ্ট্রদূত  ২৬ নং রোহিঙ্গা শিবিরে ওয়াটার প্ল্যান উদ্ভোদন করেন।  শালবাগান এর পূর্বে নির্মিত  প্রকল্প  নির্মাণ করা হয় ৩ কেটি টাকা ব্যায়ে। 

এ প্রকল্প হতে দৈনিক দেড় লাখ লিটার পানি সরবরাহ করা হবে। এটি নাফ নদীর লবন পানি কে পিওরিফাইড করে খাওয়ার উপযোগী করা হয়। তবে এখনো পানি সরবরাহ শুরু হয় নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১