বাংলাদেশের খবর

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯

বিসিবির কাছে ক্রিকেটারদের ১৩ দফা দাবি


পূর্বঘোষিত ১১ দফার সঙ্গে আরও দুইটি যোগ করে মোট ১৩ দফা দাবির কথা জানিয়েছেন ধর্মঘটের ডাক দেওয়া ক্রিকেটাররা। তাদের পক্ষে দাবিগুলো উপস্থাপন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।

আজ বুধবার সন্ধ্যা ৬টায় গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন ডাকেন আন্দোলনরত ক্রিকেটাররা।

দাবিগুলো হলো-

১। কোয়াব কর্মকর্তাদের পদত্যাগ ও প্রফেশনাল ক্রিকেট অ্যাসোশিয়েশন গঠন
২। ক্রিকেটারদের সংখ্যা ৩০ জন করতে হবে।
৩। ঢাকা লিগের দলবদল পুরনো পদ্ধতিতে হতে হবে
৪। সাপোর্ট স্টাফদের বেতন বাড়াতে হবে
৫। বাৎসরিক ক্রীড়াসূচি বাস্তবায়ন করতে হবে
৬। নারী ক্রিকেটেও একই সংস্কার করতে হবে
৭। বিপিএলে দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যবধান কমাতে হবে
৮। প্রথম শ্রেণির ক্রিকেটারদের প্রতি ম্যাচ ফি ১ লাখ টাকা হতে হবে
৯। ভ্রমণভাতা বাড়ানো,
১০। বিভাগীয় পর্যায়ে অনুশীলনের সুযোগ বাড়ানো
১১। আন্তর্জাতিক মানের বল দিয়ে স্থানীয় ম্যাচ আয়োজন
১২। প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের দুর্নীতি বন্ধ করা ও বোর্ডের রাজস্বের ভাগ দিতে হবে
১৩। স্থানীয় কোচদের প্রাধান্য দেওয়া

এর আগে গত সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট ব্যবস্থাপনার প্রতি অনাস্থা প্রকাশ করে ১১ দফা দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। আর এসব দাবি না মানা পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে বিরতিতে থাকবেন জাতীয় দল ও জাতীয় দলের বাইরে থাকা সব ক্রিকেটাররা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১