বাংলাদেশের খবর

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯

আসাদুজ্জামান নূর ফের আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি

আসাদুজ্জামান নূর ফাইল ছবি


এদেশে অভিনয়ের আঙিনায় সর্বজনশ্রদ্ধেয় অভিনেতা আসাদুজ্জামান নূর। বাংলা নাটকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন তিনি। কালেভদ্রে দেখা গেছে চলচ্চিত্রেও। তবে বিগত এক দশক তিনি অভিনয়ে নিয়মিত ছিলেন না। রাজনীতিতে সরব হয়ে অভিনয়ের সঙ্গে দূরত্ব বেড়েছে তার। তবে আবারো একটু একটু করে ফিরছেন তিনি। শুধু অভিনয়ে নয়- মঞ্চ, আবৃত্তি সবখানেই সরব উপস্থিতি দেখা যাচ্ছে ‘বাকের ভাই’খ্যাত এই অভিনেতার।

সম্প্রতি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান নূর এমপি। এর আগেও তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। নতুন করে পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আহকাম উল্লাহ। আগামী তিন বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন।

এ নিয়ে সপ্তমবারের মতো টানা সভাপতি নির্বাচিত হলেন আসাদুজ্জামান নূর এমপি এবং চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক হলেন মো. আহকাম উল্লাহ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শনিবার বিকেলে আবৃত্তি সমন্বয় পরিষদের ত্রয়োদশ জাতীয় বার্ষিক কাউন্সিলে তারা পুনর্নির্বাচিত হন। এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন ইস্তেকবাল হোসেন, বেলায়েত হোসেন, রূপা চক্রবর্তী, গোলাম সালোয়ার, ড. শাহাদাত হোসেন নিপু, সোহরাব হোসেন তালুকদার, রফিকুল ইসলাম, শিমুল মুস্তাফা, ইকবাল খোরশেদ জাফর, রেজীনা ওয়ালী লীনা, ফয়জুল আলম পাপপু, নাজমুল হাসান পাখি (কুমিল্লা), আবু সুফিয়ান চৌধুরী কুশল (ফরিদপুর), মোকাদ্দেম বাবুল (সিলেট), আজমল হোসেন লাবু (বরিশাল), আলম আরা জুঁই (খুলনা), মোহাম্মদ কামাল (রাজশাহী), কান্তি কানিজা (ময়মনসিংহ) ও সমরজিৎ দাস টুটুল (চট্টগ্রাম)।

যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজহারুল হক আজাদ, মীর মাসরুর জামান রনি, মাসুদুজ্জামান, কাজী মাহতাব সুমন ও রাশেদ হাসান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসানউল্লাহ তমাল (ঢাকা), জয়দেব সাহা (ময়মনসিংহ), শাহাদাত হোসেন লিটন (ফরিদপুর), এমদাদ হোসেন কিশোর (কুমিল্লা), দেবাশীষ রুদ্র (চট্টগ্রাম), শরিফ আহমেদ বিল্টু (রাজশাহী), খান মাজহারুল হক লিপু (খুলনা), মারিফ বাপ্পী (বরিশাল) ও মনির হোসেন (সিলেট)। অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক শহীদুল ইসলাম নাজু, প্রশিক্ষণ সম্পাদক অলোক বসু, প্রচার সম্পাদক ফয়জুল্লাহ সাঈদ, প্রকাশনা সম্পাদক জি এম মোর্শেদ, দফতর সম্পাদক শিরিন ইসলাম এবং তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান সজল।

নির্বাহী সদস্যরা হলেন- অনন্যা লাবনী পুতুল, ফখরুল ইসলাম তারা, প্রশান্ত অধিকারী, সুবর্ণা আরফিন, মাশরুক রহমান টিটু, সিদ্দিকুর রহমান পারভেজ, আমিরুল বাশার বাবু, জিয়াউল ইসলাম কাজল, জালালউদ্দিন হীরা, আহমেদ শিপলু, শামসুজ্জামান বাবু, মাহবুবুর রহমান মাহফুজ, অনন্যা সাহা, পুনম চিনু, তাসকিয়াতুন নূর তানিয়া, হাসান জাহাঙ্গীর, মশরুর হোসেন, সেলিম রেজা সাগর, সুকান্ত গুপ্ত, সাইমুম আঞ্জুম ইভান, রফিকুদ্দৌলা রাব্বী, শরীফ মজুমদার, আবদুল বারী, মো. জাহিদুল ইসলাম, ইমরান সাগর, মেরুনা বানু মুন, ম ম জুয়েল, আরিফ কাদরী, গোলাম মোস্তফা, এটিএম মাকসুদুল হক ইমু, আল আমিন, সুলতান মাহমুদ শ্রাবণ, সালমানুল মেহেদী মুকুট, উম্মে কুলসুম পলি, শামীমা রত্না, শামস-উল আলম মিঠু, মুজাহিদুল ইসলাম প্রিন্স ও মশিউর রহমান পিংকু।

এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, এস এম মহসীন, নিরঞ্জন অধিকারী, কাজী মদিনা, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সুবর্ণা মুস্তাফা, ডালিয়া আহমেদ, মীর বরকত, হাসান আরিফ, কেয়া চৌধুরী ও লায়লা আফরোজ।

কাউন্সিলের শুরুতে শোকপ্রস্তাব, সাধারণ সম্পাদকের প্রতিবেদন, সদস্যপদ নিয়ে আলোচনা, অর্থ সম্পাদকের প্রতিবেদন, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদনের ওপর আলোচনা, সদস্য সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ, গঠনতন্ত্র সংশোধনী নিয়ে আলোচনা, নতুন কমিটি গঠন ও ভবিষ্যৎ কর্মসূচির পরিকল্পনা উপস্থাপন করা হয়।

এ ছাড়া কাউন্সিলে দেশের প্রবীণ তিন আবৃত্তিশিল্পী ও সংগঠক আবৃত্তি সমন্বয় পরিষদের কাউন্সিল ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। তারা হলেন আশরাফুল আলম, মীর বরকত ও হাসান আরিফ। কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর এমপি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১