বাংলাদেশের খবর

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯

গাইবান্ধায় মা-ইলিশ ধরায় ৭ জেলের দণ্ড


গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে মা ইলিশ ধরার অভিযোগে ৫ জেলেকে কারাদন্ড ও দুই জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর এলাকায় অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করে মৎস্য বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার ও পাঁচ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- আশরাফ আলী (৪৫), আনোয়ার হোসেন (৪০), এরশাদুল মিয়া (৫০), আল আমিন (৩৫) ও সোহেল রানা (৪০)। এছাড়া এমদাদুল হক (৪০) ও আসাদুল ইসলামকে (৩৫) ।

পরে বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বীর আমির হামজা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ জেলেকে তিন দিন করে কারাদন্ড ও দুইজনকে ৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুদ দাইয়ান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী উপস্থিত ছিলেন।

আটক কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছগুলো গাইবান্ধা সরকারি শিশু পরিবার (বালক) ও রামচন্দ্রপুর ইউনিয়নের এতিমখানায় বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১