বাংলাদেশের খবর

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯

পেঁয়াজের সমস্যা সাময়িক, চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী


পেঁয়াজের বাজার এখনো উত্তপ্ত হয়ে থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সমস্যাকে সাময়িক আখ্যায়িত করে বলেছেন, এটি নিয়ে চিন্তার কিছু নেই।

জোট-নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত আজারবাইজান সফর নিয়ে তার সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ সমস্যা সাময়িক। এটি বেশি দিন থাকবে না। চিন্তার কিছু নেই।’

প্রধানমন্ত্রী জানান, বিদেশ থেকে দেশে ৫৫ হাজার টন পেঁয়াজ আসছে।

পেঁয়াজ ছাড়াও রান্না করা যায় উল্লেখ করে তিনি বলেন, তার বাসায়ও অনেক খাবার পেঁয়াজ ছাড়া রান্না করা হয়।

সোমবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে মিশর থেকে ৭-৮ হাজার টন পেঁয়াজ আনা হবে।

সেই সাথে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, বাজারে প্রচুর পেঁয়াজ রয়েছে, প্রতিদিন আমদানিকৃত পেঁয়াজ আসছে, দু-একদিনের মধ্যে বড় আমদানির চালান দেশে পৌঁছাবে। ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, পেঁয়াজের দাম দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।

দাম কম ও সহজ পরিবহনের কারণে বাংলাদেশে সাধারণত ভারত থেকে প্রয়োজনীয় পেঁয়াজ আমদানি করা হয়। কিন্তু এ বছর দেশটির মহারাষ্ট্র ও অন্য এলাকায় বন্যার কারণে পেঁয়াজের ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ২৯ সেপ্টেম্বর থেকে ভারত কর্তৃপক্ষ নিজেদের চাহিদা মেটাতে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১