বাংলাদেশের খবর

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯

বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুর মৃত্যু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভ্যান সংগৃহীত ছবি


রাজধানীর মিরপুরের রূপনগরে বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে রূপনগরের ১১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ।

তিনি জানান, এক বিক্রেতা বেলুনে গ্যাস ভরার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই পাঁচ শিশুর মৃত্যু হয়। এসময় চার থেকে পাঁচজন আহত হন।

নিহতরা হলো- শাহিন (১০), নূপুর (৭), ফারজানা (৯), জান্নাত (১৪) ও রমজান (৮)।

ওসি বলেন, মৃতদেহ এবং আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমারও।

তিনি সমকালকে জানান, নিহত পাঁচজনই শিশু। তাদের বয়স সাত থেকে ১৪ বছরের মধ্যে। এদের দুইজন মেয়ে শিশু আর বাকি তিনজন ছেলে শিশু।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানগাড়িতে করে এক ব্যক্তি রূপনগর ১১ নম্বর সড়কের শেষ মাথায় ফজর মাতবরের বস্তির সামনে বেলুন বিক্রি করছিলেন। তাকে পেয়ে ঘিরে ধরে শিশুরা। এক পর্যায়ে সিলিন্ডারে কিছু একটা ভরার সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে অন্তত ১৫ জন। ঘটনাস্থলেই পাঁচ শিশু মারা যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১