বাংলাদেশের খবর

আপডেট : ০১ নভেম্বর ২০১৯

কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না সাকিব


বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সব ধরনের ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ হয়েছেন। এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা থাকায় ২০২০ সালের ২৯ অক্টোবর মাঠে ফিরতে পারবেন তিনি। যাতে আগামী এক বছরে বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ থাকছে না তার। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন না তিনি।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গেই বিসিবি ও সাকিবের চুক্তি বাতিল হয়ে যাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় এখনই সাকিবের চুক্তির বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি বিবিসির এই কর্তা। সংবাদ মাধ্যমকে সাকিবের চুক্তি বাতিল প্রসঙ্গে নিজামউদ্দিন বলেছেন, ‘এটা (চুক্তি) অবশ্যই বাতিল হওয়ার কথা। যে নিয়ম আছে, সেই অনুযায়ী এটা ২৯ অক্টোবর থেকেই বাতিল হওয়ার কথা। তবে বোর্ড এখনো এই বিষয়ে যেহেতু কোনো সিদ্ধান্ত জানায়নি, তাই এটা এখনই বাতিল হয়ে গেছে এমনটা আমি বলতে পারি না।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১