বাংলাদেশের খবর

আপডেট : ০১ নভেম্বর ২০১৯

কালিয়াকৈরে ১৪৪ দ্বারা ভঙ্গ করে জমি জবর দখলের চেষ্টা


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহাবাজপুর এলাকায় আদালতের দেওয়া ১৪৪ দ্বারা ভঙ্গ করে অসহায় পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কালিয়াকৈর উপজেলার সাহবাজপুর মৌজার আর এস ১২২ খতিয়ানে ৪৭২ দাগে ৮০ শতাংশ কাতে ২০ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে মোজাম্মেল হক গত ৫ বছর ধরে ভোগদখল করে আসছেন। জমি উদ্ধারে মোজাম্মেল মামলা করলে গাজীপুর অতিরিক্ত জেলা আদালত গত ১২ সেপ্টেম্বর ১৪৪ দ্বারা জারি করে। সম্প্রতি সাহবাজপুর গ্রামের। তাদের ভয়ভীতি দেখানোসহ নানা ধরনের হুমকিও দেওয়া হচ্ছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, আদালতের নির্দেশে ওই জমিতে ১৪৪ দ্বারা জারি থাকায় গাজী সালাউদ্দিন ও এস. এম এমদাদুল হক কাটাতারের বেড়া দিয়ে ওই জমি জবর-দখলের চেষ্টা করে। বাদী খবর দিলে ঘটনাস্থলে গিয়ে কাটা তারের বেড়া নির্মাণ বন্ধ করে দেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১