বাংলাদেশের খবর

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯

ধসেপড়া ভবন থেকে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার


নারায়ণগঞ্জের ধসেপড়া ভবন থেকে নিখোঁজ স্কুলছাত্র ইফতেখার আলম ওয়াজেদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

আজ মঙ্গলবার ধসেপড়া ভবন থেকে ইফতেখারের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের ধসে পড়া ভবনটি অনুমোদন ছাড়া নির্মাণ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে মালিকের গাফিলতির তথ্য পাওয়া গেছে।

এর আগে ওই ভবন ধসে শোয়েব নামে আরেক শিশুর মৃত্যুর ঘটনায় বাড়ির মালিককে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে তার পরিবার।

মঙ্গলবার তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। তারা অত্যাধুনিক যন্ত্রপাতি ও ড্রিল মেশিন কাটার দিয়ে ভবনের দেয়াল কেটে এবং সেচ যন্ত্র দিয়ে পানি নিষ্কাশন করে ইফেতেখারের সন্ধান পান। শিশুটির এমন মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবার ও স্বজনরা।

গত রোববার বিকেল বাবুপাড়া এলাকার বড় বাড়িতে একটি চারতলা ভবন পাশের খালে ধসে পড়ে। ঘটনাস্থলে ৬ জন আটকা পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ৫ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শোয়েব নামে এক শিশু মারা যায়। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে যান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১