বাংলাদেশের খবর

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯

তাড়াশে নিরাপদ মাতৃত্ব ও শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ


সিরাজগঞ্জের তাড়াশে নিরাপদ মাতৃত্ব ও শিশু সুরক্ষা বিষয়ক সক্ষমতা উন্নয়নমূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় বাস্তবায়নকারী সংস্থা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিটি এ প্রশিক্ষণের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিয়া, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. মেহেদী হাসান প্রমূখ।

স্বাস্থ্য পরিদর্শক আতাহার হোসেনের সঞ্চালনায় প্রথম ব্যাচের প্রশিক্ষণে ইউনিয়ন পর্যায়ের ৩৫ জন স্বাস্থ্য কর্মী অংশ নেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১