বাংলাদেশের খবর

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯

‘ডি’ ইউনিটের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছে ইবির ভর্তিযুদ্ধ


আজ বুধবার ‘ডি’ ইউনিটের মধ্যদিয়ে সম্পন্ন হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক শ্রেণিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ। গত চার নভেম্বর ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের মাধ্যেমে এবারের ভর্তিপরীক্ষা শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিজ্ঞান, জীববিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১ম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা; ২য় শিফটের বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা, ৩য় শিফটের দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এবং ৪র্থ শিফটের পরীক্ষা বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলবে।

উল্লেখ্য, ‘ডি’ ইউনিটের অধীনে সারাদেশের প্রায় ২৭ হাজার ৬৩৭ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এর আগে গত সোমবার ‘এ’ ও ‘সি’ এবং গত মঙ্গলবার ‘বি’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১