বাংলাদেশের খবর

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা

বশেমুরবিপ্রবি’র ৬ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ


গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৬ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

নোটিশ পাওয়া শিক্ষার্থীরা হলেন- ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের রাফিজুল ইসলাম, নুরুউদ্দিন নাহিদ, আরিফুল ইসলাম সাকিব,মো. মাজাহারুর ইসলাম মিশন, রাহাত আল আহসান ও ইসমাইল শেখ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, গত ২১ সেপ্টেম্বর তৎকালীন ভিসি পদত্যাগের আন্দোলনের সময় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের রাফিজুল ইসলাম, নূরুদ্দিন নাহিদ, আরিফুল ইসলাম সাকিব, মোঃ মাজহারুল ইসলাম মিশন, রাহাত আল আহসান ও ইসমাইল শেখের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ওঠে। ওই বিষয়ে প্রথম তদন্ত কমিটি কোন সুস্পষ্ট তথ্য দিতে না পারায় পুনরায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ওই ৬ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১