বাংলাদেশের খবর

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯

আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা


আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে বুধবার একটি মামলা দায়ের করা হয়েছে।

আবরার রাহতের বাবা মজিবুর রহমান বাদি হয়ে আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আমিনুল হকের আদালতে মামলাটি করেন ।

দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যু অবহেলা জনিত কারনে হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
মামলায় পেনাল কোডের ৩০৪ ধারার অবেহেলা জনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

মামলাটি আমলে নিয়ে আদালত রাহাতের মরদেহ কবর থেকে তুলে ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া অপমৃত্যুর মামলার সাথে এই মামলারও তদন্তের নির্দেশ দেওয়া হয়।

তদন্ত শেষে মোহাম্মদপুর থানাকে ১ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

গত ১ নভেম্বর দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবরারের মৃত্যু হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১