বাংলাদেশের খবর

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯

সিরাজগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশন ও চামড়াপট্টি এলাকায় রেলওয়ে জমির উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রতিনিধির পাঠানো ছবি


সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশন ও চামড়াপট্টি এলাকায় রেলওয়ে জমির উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে রেলওয়ে রাজশাহী বিভাগীয় এস্টেটমেন্ট অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত অভিযানে এক্সভেটর দিয়ে প্রায় ৩ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বসতভিটা গুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আনিসুর রহমানসহ র‌্যাব-পুলিশসহ রেলওয়ের কর্মকর্তারা অংশগ্রহন করেন।

রেলওয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নুরুজ্জামান জানান, বঙ্গবন্ধু সেতুতে রেলওয়ে সেতু নির্মাণ হচ্ছে। নতুন রেলওয়ে সেতুর মালামাল ও ভারত থেকে পণ্যবাহী আসা কন্টেইনার গুলো রাখার জন্য ২০ একর জায়গার প্রয়োজন। এজন্য বাজার ষ্টেশন ও চামড়াপট্টি এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওই স্থানে কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হবে। তিনি জানান, সিরাজগঞ্জে ২৫০ একর জমিতে প্রায় সাড়ে তিন হাজার অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধস্থাপনা উচ্ছেদ করে পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত মোতাবেক লিজ গ্রহীতাদের আবেদনের প্রেক্ষিতে বৈধভাবে ইজারা দিয়ে রাজস্ব আদায় করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১