বাংলাদেশের খবর

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯

বাড্ডায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না


পাইপ লাইনের সংস্কার কাজের জন্য আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বাড্ডায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ থেকে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে।

তিতাস গ্যাস সূত্র জানায়,  ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মধ্য বাড্ডা বাজার রোড এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনকল্পে গ্যাস পাইপ লাইন টাই-ইন কাজের জন্য উত্তরবাড্ডা বাজার হতে মধ্যবাড্ডা কাঁচাবাজার পর্যন্ত মেইন রোডের পূর্বপাশের এলাকা, আদর্শনগর, উত্তর বাড্ডা, রাজউক পুনর্বাসন এলাকা, হোসেন মার্কেট, লুৎফুন টাওয়ার, নিমতলী ও আশপাশে সংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সংযোগ বন্ধ থাকায় গ্রাহদের সাময়িক অসুবিধা হবে উল্লেখ করে দুঃখ প্রকাশ তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১