বাংলাদেশের খবর

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯

লুৎফর হাসানের গানে ঐশী


লুৎফর হাসান একাধারে একজন সংগীতশিল্পী, গীতিকবি এবং সংগীত পরিচালক। সংগীতের ভুবনে কেউ কেউ কারো ছায়ায় থেকে আগামীর পথে এগিয়ে যান। আবার কেউ কেউ নিজের যোগ্যতায় একধরনের যুদ্ধে লিপ্ত হয়ে নিজের প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করেন। লুৎফর হাসান সেই যোদ্ধাদের একজন। তার সংগীত জীবনের অন্যতম একটি ভালো উদ্যোগ হচ্ছে বিভিন্ন শিল্পীদের নিয়ে ১০০ গানের একটি প্রজেক্ট সম্পন্ন করা। সংগীতাঙ্গনের বর্তমান অবস্থার পেক্ষাপট বিবেচনায় এই দুঃসাহসিক কাজের উদ্যোগ নেওয়াই যেন একটি বড় চ্যালেঞ্জ।

কিন্তু সেই চ্যালেঞ্জটি নিয়ে যখন কাজ শুরুই করে দিলেন লুৎফর, তখন পাশে এসে দাঁড়ালেন সংগীতশিল্পী নিশিতা বড়ুয়া, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক মার্সেল ও ড্রপবিট। তাদের সমন্বিত কাজে একে একে ইউটিউব চ্যানেল ড্রপবিটে প্রকাশিত হলো লুৎফর হাসান, নিশিতা, অর্ণব, অবন্তী সিঁথি, জন, মার্সেল, মিলন মাহমুদের গান। চলতি মাসের শেষপ্রান্তে নতুন গান মুক্তির লক্ষ্যে ২০১৭-এর সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন রাকিবা ইসলাম ঐশীকে দিয়ে লুৎফর নতুন একটি গান গাওয়ালেন। গানের শিরোনাম ‘তোমার আর সময় মিলে না’।

গানের কথা লিখেছেন এবং সুর করেছেন লুৎফর হাসান, সংগীতায়োজন করেছেন জন। ঐশীর গায়কী প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, ‘ঐশী এক কথায় অসাধারণ গেয়েছে। তার মানে এই যে ঐশীকে দিয়ে আমি আমার সেরা গানগুলোই গাওয়াতে চাই।’

গান গাওয়া প্রসঙ্গে ঐশী বলেন, ‘আমি লুৎফর ভাইয়ের কবিতা এবং লেখালেখির ভীষণ ভক্ত আমি। গানের কথা ও সুর যখন পছন্দের লেখকের হয় ভালো লাগা দ্বিগুণ বেড়ে যায়। এই গানের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। গানটা যদিও মন খারাপ আর একরাশ অভিমানের গান, কিন্তু এই গানের কথা প্রত্যেকটা মানুষের কথা, কারণ পথ চলতে গিয়ে আমাদের এমন অনেক অভিমান হয়। আমার মনে হয় সবারই এই গানটা খুব খুব ভালো লাগবে। আশা রাখছি ভাইয়ার কথা আর সুরে আরো গান ভবিষ্যতে গাইব, আরো কাজ করব।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১