বাংলাদেশের খবর

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ চৌধুরীর দাফন সম্পন্ন


নেত্রকোণার কলমাকান্দায় শুক্রবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় ও জানাযা নামাযের শেষে রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ চৌধুরী'র মরদেহ ভবানীপুর সার্বজনীন কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি কিডনী রোগে আক্রান্ত হয়ে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার নাজিরপুর বাজারের ঈদগাহ্ মাঠে মরহুমের জানাযা নামাযের শেষে ও রাষ্ট্রীয় মর্যাদায়  ভবানীপুর  সার্বজনীন কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

মরহুমের জানাযা নামাজে অংশ নেন- উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. জাকির হোসেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক, রাজনীতিবিদ গোলাম রব্বানী, ওসি তদন্ত মো. সিরাজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ, জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দিন, আব্দুল আলী বিশ্বাস,প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণমাধ্যম কর্মী ও এলাকার সাধারন জনগণ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১