বাংলাদেশের খবর

আপডেট : ১১ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত

কাঠলিয়ায় ঘরবাড়ি, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলের ব্যাপক ক্ষতি

কাঠালিয়ায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে উপড়ে পড়া গাছ প্রতিনিধির পাঠানো ছবি


ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধানক্ষেতসহ মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে। উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিড়ে দু’দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ধানক্ষেতসহ মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে সড়কের পাশের গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সহযোগিতায় বর্তমানে উপজেলার সকল সড়কের যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

এলাকাবাসী জানান, এবারের ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মাদ ফয়সাল উদ্দীন বলেন, এ উপজেলার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা, রাস্তাঘাট, বিদ্যুৎ ও ধানক্ষেতসহ মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নির্ণয়ের কাজ চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১