বাংলাদেশের খবর

আপডেট : ১২ নভেম্বর ২০১৯

ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবার পাবে ১ লাখ টাকা: রেলপথমন্ত্রী


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ মঙ্গলবার পরিদর্শনকালে মন্ত্রী ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেন।

এর আগে, জেলা প্রশাসক হায়াতউদদৌলা খান নিহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়ে মরদেহ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করার কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১