বাংলাদেশের খবর

আপডেট : ১২ নভেম্বর ২০১৯

ট্রেনের ধাক্কায় রাণীনগর থানার এসআই আক্তারের মৃত্যু

এসআই আক্তার ছবি : বাংলাদেশের খবর


ট্রেনের ধাক্কায় নওগাঁর রাণীনগর থানার এসআই আক্তারুজ্জামান আক্তার (৪৮) এর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর অনুমানিক সোয়া ১২ টার দিকে রাণীনগর রেলওয়ে ষ্টেশনের উত্তরে দিকে খুলনাগামী রুপসা আন্তনগর ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হলে প্রথমে নওগাঁ হাসপাতালে ভর্তি করালে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এসআই আক্তারুজ্জামান আক্তার সিরাজগঞ্জ জেলার সাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি গত বছরের ২৬ জানুয়ারি থেকে রাণীনগর থানায় কর্মরত আছেন।

রাণীনগর থানা পুলিশ জানায়, এদিন দুপুর সোয়া ১২ টার দিকে এসআই আক্তারুজ্জামান আক্তার পোষাক পড়া অবস্থায় ষ্টেশন এলাকায় কাজ শেষে রেল লাইনের উপর দিয়ে মোবাইল ফোন কানে ধরে হাটছিলেন। এ সময় খুলনাগামী রুপসা আন্তনগর ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পরে গুরত্বর আহত হয়। আহত আক্তারকে প্রথমে নওগাঁ হাসপাতালে ভর্তি করালে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল অনুমানিক ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক রাণীনগর থানার এসআই আক্তারুজ্জামান আক্তারের তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১