বাংলাদেশের খবর

আপডেট : ১২ নভেম্বর ২০১৯

কুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংগৃহীত ছবি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের  বিষয়টি নিশ্চিত করেন। 

পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে 'এ' ইউনিটের পরীক্ষায় ৪ হাজার ১১৫ জন পাশ করে। পাসের হার ২৪ শতাংশ। 'বি' ইউনিটে পাশ করে ৩ হাজার ১১৮ জন। পাশের হার ১৫.৮১ শতাংশ।  এদিকে 'সি' ইউনিটে ৯৭৩ জন পাশ করে।  পাশের হার ১১ শতাংশ। 

ভর্তি পরীক্ষায় উর্ত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ২৪ ও ২৫ অনুষ্ঠিত হবে। 

সাক্ষাৎকারে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি চলবে ২৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত । ভর্তি ফলাফল ও সাক্ষাৎকারের সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd-তে পাওয়া যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১