বাংলাদেশের খবর

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯

পাইকারচরে জামাল হত্যার ৩ মাস পর আসামি সাব্বির গ্রেপ্তার


নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাইকাচর ইউনিয়নের পুরানচরের বহুল আলোচিত জামাল হত্যা মামলার তিন মাস পর অন্যতম আসামি অটো চালক সাব্বির হোসেনকে (১৯) আটক করেছে মাধবদী থানা পুলিশ।

মঙ্গলবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ান, তদন্ত অফিসার শাফায়েত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাধবদী পুরানচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আটক সাব্বির হোসেন মাধবদী থানাধীন পুরানচরের নুরুল ইসলামের ছেলে।

মাধবদী থানার ওসি মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, আদালতে ১৬৪ ধারায় আটককৃত সাব্বিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। আদালতে সে জামাল হত্যার লোমহর্ষক বিবরণ দিয়েছে। গত ১০আগস্ট রাতে সাব্বির হোসেন ও তার দুই বন্ধু মিলে আড়াইহাজারের বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে জামালকে (৪২) প্রথমে মাথায়, পরে হাতে, পিঠে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরবর্তীতে সে জীবন বাঁচাতে উঠে দৌঁড় দিলে পেট বরাবর ছুরিকাঘাত করে ভুঁড়ি বের করে তার মৃত্যু নিশ্চিত করে। পরে তার লাশ পুরানচর শ্বশান ঘাট ও পুরানচর কবরস্থানের মধ্যবর্তী স্থানে ফেলে দেওয়া হয়।

নিহত জামাল মালয়েশিয়া থাকাকালীন তার বন্ধুরা তার কাছ থেকে টাকা ধার নেয়। পরবর্তীতে দেশে এসে তাদেরকে টাকার জন্য চাপ প্রয়োগ করে এবং ওই টাকার জন্য ক্রমাগত চাপের কারণেই তারা জামালকে হত্যার পরিকল্পনা করে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১