বাংলাদেশের খবর

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯

কোহলি-পূজারাকে ফিরিয়ে টাইগারদের দারুণ শুরু


ইন্দোর টেস্টে দ্বিতীয় দিনের সকালটা এর চেয়ে কী ভালো আশা করা যায়। ডানহাতি পেসার আবু জায়েদ রাহীর নৈপুণ্যে দিনের শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। প্রথমে ফিফটি করা চেতেশ্বর পুজারা এবং পরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে শূন্য রাতে সাজঘরে পাঠিয়েছেন তিনি। কোহলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই পেসার।

শুরু থেকেই সুইং পাচ্ছিলেন তিনি। স্টাম্পের বাইরে করা বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন পুজারা। পরের ওভারেই ভারতীয় ব্যাটিংয়ের ভিত কোহলিকেও ফিরিয়ে দেন আবু জায়েদ। এলবিডব্লিউর আবেদন নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে সিদ্ধান্তটি ভুল প্রমাণ করে কোহলিকে ড্রেসিং রুমে ফিরিয়েছে বাংলাদেশ।

ক্রিজে ব্যাট করছেন মায়াঙ্ক আগারওয়ার ও রাহানে। ৫৮ রান নিয়ে অপরাজিত রয়েছেন আগারওয়াল। অন্যদিকে ৯ রানে ব্যাট করছে রাহানে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৫২ রান।

এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ১ উইকেট হারিয়ে ৮৬ রানে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিকরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১